গত ২৩ জানুয়ারি (শনিবার) সকাল ১০টা সারা দেশে একযোগে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ঘর বিতরণ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণের লক্ষে শতবার্ষিকীতে সারাদেশে গৃহহীন-ভূমিহীনদের ‘স্বপ্নের ঠিকানা’ উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সারা দেশে গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য এক হাজার ১৬৮ কোটি টাকা ব্যয়ে সরকারি খাস জমিতে ৬৬ হাজার ১৮৯টি বাড়ি নির্মাণ করেছে সরকার। বাড়িগুলোর প্রতিটি ইউনিটে দুটি কক্ষ, একটি রান্নাঘর, একটি টয়লেট এবং একটি বারান্দা রয়েছে। বাড়ির পাশাপাশি তাদের হাতে বাড়ির জমির মালিকানার দলিলও হস্তান্তর করা হয়েছে।
সারা দেশের ন্যায় ফরিদপুরের আলফাডাঙ্গার ৩৭০ জন ভূমিহীন ও গৃহহীন গরীব দুঃখী মানুষদের মুজিববর্ষের এই উপহার।
প্রথম ধাপে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে ২২০টি ঘর দলিলসহ হস্তান্তর করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম ধাপে ২২০টি ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে বাকী ১৫০টি বুঝিয়ে দেওয়া হবে।এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাসভবন (গণভবন) থেকে কর্মসূচীর উদ্বোধন করেন।
আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন ও লায়লা পারভীন, পাচুড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান এস এম মিজানুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. রাহাত ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন,সাংবাদিক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা- কর্মচারীসহ স্থানীয় জনপ্রতিনিধি, ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।