বাংলা এক্সপ্রেস প্রতিবেদকঃ সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউপির মীরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও মীরগঞ্জ দাখিল মাদ্রাসার ৮০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান ও মেধা বৃত্তি প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৭জুন) মীরগঞ্জ ওয়েলফেয়ার অরগেনাইজেশনের উদ্যোগে মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক বৃটেন প্রবাসী নাইমুল ইসলাম।
আব্দুল মজিদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বকুল মিয়া, মীরগঞ্জ মাদ্রাসার সহকারী সুপার মাওলানা জামাল উদ্দিন, মাওলানা লুৎফুর রহমান, সরফ উদ্দিন, এনামুল করিম, মুক্তাদির আলী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মানবতার সেবার লক্ষ্যে সংগঠিত এই সংগঠন মীরগঞ্জ এলাকার গরিব ও অসহায় মানুষদের মুখে হাসি ফোটানোর প্রচেষ্টা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহযোগিতা থেকে শুরু করে মেডিকেল ক্যাম্প, খাদ্য সামগ্রী বিতরণ, অসুস্থ রোগীর পাশে দাঁড়ানোর কাজও করছে৷
বক্তারা বলেন, প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়ায় প্রাকৃতিক বা সামাজিক যেকোনো কঠিন পরিস্থিতিতে প্রবাসীদের সহযোগিতা সবার আগে আসে৷ যার জন্য এলাকাবাসী প্রবাসীদের জন্য সব সময় দোয়া করেন।
মাওলানা ক্বারি আমির উদ্দিনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন দেলোয়ার হোসাইন।