
মেকানিক্যাল সমস্যা থেকে যে সব রোগের সৃষ্টি হয়, তার সুস্থতা লাভের উপায় ফিজিওথেরাপি।ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এক অন্যতম এবং অপরিহার্য শাখা। ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে প্যারালাইসিস , শারীরিক প্রতিবন্ধিতা, দূর্ঘটনায় সৃষ্টি হওয়া ব্যথার সুস্থতা নিশ্চিত করা হয়৷ চিকিৎসকের পরামর্শ ফিজিওথেরাপি নিতে হলে এই এলাকার মানুষ শহরে যেতে হতো। এখন থেকে মীরগঞ্জ বাজারের ইবনে সিনা কালেকশন এন্ড কনসালটেশন সেন্টারে এই সেবা পাবেন।
আজ সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জ বাজারের ইবনে সিনা কালেকশন এন্ড কনসালটেশন সেন্টারে ফিজিওথেরাপি ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান।
তিনি আরও বলেন, মীরগঞ্জ ইবনে সিনায় ফিজিওথেরাপি ইউনিটটি পরীক্ষিত বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের মাধ্যমে পরিচালিত হবে। এখানে মহিলাদের সুবিধার্থে নারী ফিজিওথেরাপিস্ট নিয়োগ দেওয়া হয়েছে।
সভাপতির বক্তব্যে সিলেট ইবনে সিনা লিমিটেডের ডি.এম.এস অবঃ ডাঃ কর্ণেল রুকনুল ইসলাম চৌধুরী বলেন, একদিন মীরগঞ্জ ইবনে সিনা পূর্ণাঙ্গ হাসপাতাল হবে। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। মীরগঞ্জ তথা অত্র এলাকার সহযোগিতা পেলে সফলতা আসবে ইনশা আল্লাহ৷
মীরগঞ্জ ইবনে সিনা শাখার পরিচালক নজরুল ইসলামের উপস্থাপনায় ফিজিওথেরাপি ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ইবনে সিনা হাসপাতালের এজি.এম এন্ড হেড অব মার্কেটিং মোহাম্মদ ওবায়দুল হক। আরো উপস্থিত ছিলেন ফজলুর রহমান, আব্দুল আজিজ জামাল, ডাক্তার দেলোয়ার, ডাক্তার তাহেরা সুলতান, আবুল বাসার রানিক, সয়েফ মিয়া, হাফিজ কাউসার, দেলোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ২০১৬ সালে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ঐতিহ্যবাহী মীরগঞ্জ বাজারে চিকিৎসা সেবার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে ইবনে সিনা কালেকশন এন্ড কনসালটেশন সেন্টার।