মিয়ানমারে একটি জেড খনি ধসে নিখোঁজ হয়েছেন অন্তত ১০০ জন শ্রমিক। বুধবার (২২ ডিসেম্বর) কচিন প্রদেশে ঘটা ভয়াবহ এ ধসে প্রাণ হারিয়েছেন কমপক্ষে একজন।
ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের অন্তত ২০০ কর্মী। তবে খনিটির অবস্থান ঝুঁকিপূর্ণ হওয়ায় বেগ পেতে হচ্ছে তাদের। এখনও পর্যন্ত ২৫ জনকে বের করতে সক্ষম হয়েছেন উদ্ধারকর্মীরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা। বহু শ্রমিক হতাহতের আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, মিয়ানমারের এই অঞ্চলটিতে বিপুল পরিমাণ খনি রয়েছে। কিন্তু অনিরাপদ উপায়ে খননের ফলে প্রায়ই ঘটে দুর্ঘটনা। গত বছরও এই এলাকায় খনিটি ধসে দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়।
Drop your comments: