মিয়ানমারের কাচিন রাজ্যের হপাকান্ত শহরে চলমান একটি কনসার্টে জান্তা সরকারের চালানো বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮০ জন হয়েছে বলে জানা গেছে।
সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়, রোববার (২৩ অক্টোবর) রাতে হপাকান্ত শহরে চালানো ওই বিমান হামলায় কয়েকজন জনপ্রিয় কাচিন সংগীতশিল্পী এবং কাচিন ইন্ডিপেনডেন্ট আর্মির (কেআইএ) সদস্যসহ কমপক্ষে ৮০ জন নিহত হয়েছেন।
কেআইএ’র মুখপাত্র নও বু জানিয়েছেন, কাচিন সেনাবাহিনীর রাজনৈতিক শাখা কাচিন ইন্ডিপেন্ডেন্স অর্গানাইজেশন (কেআইও) গঠনের ৬২তম বার্ষিকী উদযাপনের অনুষ্ঠানকে লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবে এ বিমান হামলা চালিয়েছে জান্তা। হতাহতের সঠিক সংখ্যা আমরা এখনও নিশ্চিত করতে পারছি না। কেআইএ হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। জঘন্য এ হামলাকে যুদ্ধাপরাধ বলে বিবেচনা করছে কেআইএ।
প্রসঙ্গত, ২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর থেকেই, মিয়ানমারের সেনাবাহিনী এবং প্রতিদ্বন্দ্বী কেআইএর মধ্যে প্রকাশ্য সংঘাত চলছে। কেআইয়ে গত ছয় দশক ধরে কাচিন জনগণের স্বায়ত্তশাসনের জন্য লড়াই করছে এবং সাম্প্রতিক জান্তা-বিরোধী প্রতিরোধের প্রতিও সমর্থন জানিয়েছে।