বিশ্বের অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া স্বপনের মতো৷ বাংলাদেশসহ বিশ্বের ধর্মীয় জ্ঞানে আগ্রহী শিক্ষার্থীদের কাছে আল-আজহার একটি স্বপ্নের নাম৷ বাংলাদেশের অসংখ্য আলেম এই বিশ্ববিদ্যালয় থেকে জ্ঞান অর্জন করেছেন। সেই ধারাবাহিকতায় ইসলামিক থিওলজি অনুষদের অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশি ছাত্র। ১১২ টারও বেশি দেশের প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থীদের মধ্যে চট্টগ্রামের মোহাম্মদ বশির উদ্দীন শাহ আরাফাত প্রথম হয়েছে।
গত ১৯ আগস্ট প্রকাশিত ফলাফলে দেখা গেছে আরাফাত সকলের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন। আরাফাত বাংলা এক্সপ্রেসকে বলেন, ‘আল্লাহর হুকুমে ও সকলের দোয়ায় এবং শিক্ষকদের প্রচেষ্টায় ভালো ফলাফল করেছি৷ আল্লাহ তাওফিক দিলে এখান থেকেই মাস্টার্স শেষ করে পিএইচডি করবো ইনশাআল্লাহ। সে হিসেবে আরো আট দশ বছর পড়াশোনায় থাকা হবে আল আজহারে। এখানকার শিক্ষা কার্যক্রম এমন যে, অনার্সের প্রথম দুই বছর মোটামুটি সব বিষয়েই পড়ানো হয়, থার্ড ইয়ার থেকে নির্দিষ্ট একটা বিষয় নিয়ে পড়তে হবে। সে হিসেবে এখনো পর্যন্ত আমার নির্দিষ্ট কোনো বিষয় নাই। তবে ভবিষ্যতে ইসলামের অন্যতম উৎস হাদিস নিয়ে পড়াশোনা করার দৃড় ইচ্ছা রাখি। এবং এই বিষয় নিয়েই কাজ করতে চাই ইনশাআল্লাহ।’
দেড় হাজার বছর ধরে আল-আজহার বিশ্ববিদ্যালয় ধর্মীয় জ্ঞানের চর্চা অব্যহত রয়েছে। এখান থেকে প্রতিদিন বড় বড় পন্ডিত বের হচ্ছেন৷ তারা বিশ্বব্যাপী ইসলামের আলো ছড়াচ্ছেন।
আরাফাত চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার পশ্চিম দেওয়ান নগর গ্রামে জন্মগ্রহণ করেন। হাটহাজারী দারুল উলুম মুইনুল ইসলাম থেকে দাওরায়ে হাদিস পাশ করে গত বছর মিশর যান মেধাবী এই শিক্ষার্থী।