গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনে বিএনপির সঙ্গে সকল পেশার মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ইউএই বিএনপি৷
বৃহস্পতিবার রাতে আজমান বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুলসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে প্রতিবাদ সভায় নেতারা এই আহ্বান জানান।
আজমান বিএনপির সভাপতি শাহানুর শাহীনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন ইউএই বিএনপির আহ্বায়ক জাকির হোসেন। আজমান বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ সজীব খান আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ছালাম তালুকদার, বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী আব্দুস সালাম খান, ইসমাইল, করিমুল হক, মোহাম্মদ সোলাইমান,জাহাঙ্গীর আলম রুপু প্রমুখ।
প্রধান অতিথি জাকির হোসেন বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের প্রিয় জন্মভূমি আজ ভালো নেই৷ দেশে গণতন্ত্রকে হত্যা করে অবৈধ সরকার ফ্যাসিবাদ কায়েম করেছে। দেশের মানুষের ভোটাধিকার থেকে শুরু করে গণতান্ত্রিক কোনো অধিকার অবশিষ্ট নেই৷ অগণতান্ত্রিক এই সরকারকে বিতারিত করতে বিএনপির যুগপৎ আন্দোলনে সকলকে অংশ নিতে হবে৷’
তিনি বলেন, ‘ইসলামি টেলিভিশন, দিগন্ত টিভি, দৈনিক আমার দেশের পর দিনকাল পত্রিকা ফ্যাসিবাদের আগ্রাসনে পড়েছে। তৃতীয় মাত্রার জিল্লুর রহমানের বাড়িতে পুলিশ গিয়ে হয়রানি করে৷ জিল্লুর তো বিএনপির কেউ না। মূলত এই সরকার সত্য কথা শোনার মতো মানসিকতা হারিয়ে ফেলেছে। তাই যারাই সত্য বলছে তাদের গ্রেফতার ও হয়রানি করছে৷’
সবশেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়৷