মির্জা ফখরুল প্রমাণ করেছেন, তারা মনে মনে পাকিস্তানকে লালন করে; এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে শহীদ মিনারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মানববন্ধন ও সমাবেশে এ মন্তব্য করেন তিনি। বলেন, মির্জা ফখরুলের বক্তব্য মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন। আর বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশকে পাকিস্তান বানাবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও, গাড়ি ভাঙচুর করছেন তারা। বিএনপিকে সব জায়গা থেকে প্রতিহত করতে হবে। স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে আহ্বান জানান হাছান মাহমুদ।
Drop your comments: