![InShot_20230402_033602139](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/04/InShot_20230402_033602139.jpg)
হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রাম হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়ন এর সামাজিক ও মানবিক সংগঠন মির্জাপুর মানবিক অক্সিজেন সেবার পক্ষ থেকে সমাজের অসহায় মানুষের মাঝে রমজান ফুড প্যাক সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার ৩১ মার্চ বিকাল ৩টায় সরকারহাট হাসান সেন্টার মিলনায়তনে উক্ত রমজান ফুড প্যাক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সভাপতি সৈয়দ সাব্বির হোসাইন,সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাকিবুর রহমান, দপ্তর সম্পাদক মুহাম্মদ সাদমান চৌধুরি,সহ প্রচার সম্পাদক মুহাম্মদ রাফসান,কার্যকরী সদস্য আফনান মুন্না,হাসান আল বান্না,ওমর শরীফ সবুজ,সজীব তালুকদার, মোঃ রাশেদ ও জাহেদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য করোনাকালীন সময়ে মির্জাপুর মানবিক অক্সিজেন সেবা র প্রতিষ্টাতা ও সাবেক সভাপতি প্রবাসী সৈয়দ মুহাম্মদ আলম এবং উদ্যোক্তা সৈয়দ রহিম উদ্দিন, মুহাম্মদ মুন্না চৌধুরীর নেতৃত্বে সংগঠনটি সাধারণ মানুষের পাশে অক্সিজেন সেবা দিয়ে সূচনা শুরু হয়ে ছিল।