বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ সামনে রেখে অধিনায়কের নাম ঘোষণা করেছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে। সবশেষ প্রেসিডেন্টস কাপে দুর্দান্ত অধিনায়কত্ব করেছিলেন শান্ত।
ইতোমধ্যেই আসন্ন এই টুর্নামেন্টের চার দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। বাকি থাকা রাজশাহীরও অধিনায়কের নাম ঘোষণা করা হলো।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজেদের জার্সি উন্মোচন অনুষ্ঠানে শান্তর হাতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেন দলটির চেয়ারম্যান রাজ্জাক খান। এদিন জার্সি উন্মোচন এবং অধিনায়কের নাম ঘোষণার পাশাপাশি প্রকাশ করা হয় দলটির থিম সংও।
এর আগে নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করে ফরচুন বরিশাল। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ওপর দেয়া হয় এই গুরুভার। এছাড়া মাহমুদউল্লাহকে অধিনায়ক ঘোষণা করে জেমকন খুলনা।
অন্যদিকে, গাজী গ্রুপ চট্টগ্রামের অধিনায়ক হিসেবে মোহাম্মদ মিঠুনের নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া বেক্সিমকো ঢাকার নেতৃত্বে মুশফিকুর রহিম থাকবেন বলে জানা গেছে।