মিডিয়া কাভারেজ ও বাহবা পেতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম এ এ খান পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এরপর সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
ড. এ কে আব্দুল মোমেন জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনের পাইলট প্রকল্প কোনোভাবেই আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করবে না। এ ধরনের বক্তব্য যারা দেন, তাদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় জামায়াত কিংবা অন্য দল করতো এমন বহুলোক এখন ক্ষমতাসীন দলের লোক বলে বেড়ায়। হয়তো আওয়ামী লীগের কোনো নেতার সাথে এরা ছবি তুললো, আর বলে আমি আওয়ামী লীগ। এরা সুবিধাবাদী লোক। আমি নিজেও এই ঈদে অনেক ছবি তুলেছি, অনেকজন দাঁড়িয়ে ছিল। তাদের উদ্দেশ্য তো জানি না। এ রকম ছবি তুলে অনেকে বলে আমার সাথে তো আওয়ামী লীগের ওই নেতার ছবি আছে। আর বিভিন্ন নামে বহু প্রতিষ্ঠান বানায়।