দিনাজপুরে করোনা সংক্রমন রোধে তৎপর জেলা প্রশাসন, সরকারি-বেসরকারি স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। সচেতনতা বাড়াতে ও স্বাস্থ্যবিধির ওপর গুরুত্ব আরোপ করে বিভিন্নভাবে চালানো হচ্ছে প্রচার প্রচারণা। এরপরও যারা স্বাস্থ্যবিধি মানছেন না, মাস্ক ব্যবহার করছেন না, তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে।
সোমবার (১৭ আগস্ট) সকালে দিনাজপুর সরকারি কলেজ মোড়ে করোনা স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফুরুল হাসান আব্বাসী ও অন্য বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দিনাজপুরে করোনা সংক্রমন রোধে প্রশাসন তৎপর রয়েছে। যারা স্বাস্থ্যবিধি মানছেন না বা মাস্ক ব্যবহার করছেন না আমরা তাদের জরিমানা করছি এবং মাস্ক পরিধানে বাধ্য করছি। পাশাপাশি গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা সেটিও দেখা হচ্ছে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা সংক্রমন অনেকখানি রোধ করা সম্ভব হবে বলে আমি মনে করি।