মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে ওই বাংলাদেশি নিহত হন। এছাড়া আহত হয়েছেন আরও চার বাংলাদেশি।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে শনিবার সাড়ে আটটার দিকে। নিয়ন্ত্রণ হারিয়ে তেরেংগানুর লাদং গাজা জেরঙ্গা-জাবোরের রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে প্রায়ভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন বাংলাদেশি মো. হাসানুজ্জামান (৫৮)। এ সময় তার অন্য চার বন্ধু আহত হন।
এদিকে, দুঙ্গুন জেলা পুলিশ সুপার বাহারুদিন আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের আরও চার বন্ধু, যাদের বয়স ২৪ থেকে ৫০ বছরের মধ্যে ছিল তারাও গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ডুঙ্গুন হাসপাতালের ফরেনসিক ইউনিটে পাঠানো হয়েছে। আহত চারজন একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত বাংলাদেশির দেশের বাড়ি কোন জেলায় তা এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।