মালয়েশিয়ায় ‘ফ্রি বিজনেস রিজিওন’ এর অধীনে ব্যবসায়িক লাইসেন্স অপব্যবহারকারী বিদেশি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে কঠোর সতর্কতা জারি করেছে দেশটির প্রশাসন বিভাগ।
স্থানীয় সময় শনিবার কুয়ালালামপুরের ফেডারেল টেরিটরির মন্ত্রী তান শ্রী আনোয়ার মুসা সাংবাদিকদের এসব কথা জানান।
তিনি বলেন, ‘উইলাইয়া বেবাস বেরনিয়াগা’ (ফ্রি বিজনেস রিজিওন) এর অধীনে ব্যবসায়িক লাইসেন্সের অপব্যবহারকারী বিদেশি ব্যবসায়ীদের নাম ও লাইসেন্স বাজেয়াপ্ত করা হবে। এছাড়া মালয়েশীয় নাগরিকদের মাসিক চুক্তিভিত্তিক লাইসেন্স নিয়ে যেসব বিদেশি নাগরিক ব্যবসা পরিচালনা করছেন তাদের আইনের আওতায় আনতে সিটি কর্পোরেশন থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামবে।
তিনি আরও বলেন, গতকাল পর্যন্ত ডিবিকেএল ডব্লিউবিবি লাইসেন্সের জন্য প্রায় ৩ হাজার ৩’শ আবেদন পড়ে তার মধ্যে ১ হাজার ৭শ’ আবেদন অনুমোদন দেওয়া হয়েছে। অবশিষ্ট আবেদনগুলো কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) তদন্ত করবে যাতে ব্যবসায়ীরা একাধিক ডব্লিউবিবি লাইসেন্স না পায় এবং লাইসেন্সটি শুধুমাত্র মালয়েশিয়ার নাগরিকদের জন্যই প্রযোজ্য।