
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে একটি বাসে হামলা চালিয়েছে জঙ্গি বাহিনী। চালককে গুলি করে হত্যার পর সেই বাসে আগুন ধরিয়ে দেয়া হয় বলে জানা গেছে। এতে বাসে থাকা ৩১ জন যাত্রী দগ্ধ হয়ে মারা গেছেন, আহত হয়েছেন আরও অনেকে। খবর বিবিসির।
শুক্রবার (৩ ডিসেম্বর) মালির মধ্যাঞ্চলীয় মোপতি প্রদেশে এ ঘটনা ঘটেছে। সংশ্লিষ্টরা জানান, বাসটি সোঙ্গো গ্রাম থেকে ১০ কিলোমিটার দূরের বান্দিয়াগারায় গ্রামবাসীদের নিয়ে একটি বাজারের উদ্দেশে যাচ্ছিল। এ সময় প্রথমে সন্ত্রাসী বাহিনী গুলি করে গাড়ির টায়ার অকেজো করে দেয়। এরপর বাসের চালককে হত্যার পর সেখানে থাকা যাত্রীদের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। সবশেষে সেই বাসেই আগুন ধরিয়ে দেয় জঙ্গিবাহিনী।
জানা গেছে, ঘটনাস্থলে প্রথমে পৌঁছানো দমকল বাহিনী মোট ২৫টি দগ্ধ দেহ সেখান থেকে উদ্ধার করতে সমর্থ হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে।