মালদ্বীপ থেকে প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে এনেছে বিমান বাহিনী। রবিবার (১৭ মে) রাতে বিমান বাহিনীর সি-১৩০বি পরিবহন বিমানের মাধ্যমে করোনা ভাইরাসের কারণে কর্মহীন ৭০ জন প্রবাসী বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর ১৯ সদস্যের এয়ার ক্রুর সমন্বয়ে গঠিত এই মিশনের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমডোর এম এ আওয়াল হোসেন।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী করোনাভাইরাস প্রতিরোধকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় নীতিমালা অনুসরণ করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায়, বিমান বাহিনীর একটি সি-১৩০বি পরিবহন বিমানের মাধ্যমে করোনাভাইরাসের কারণে কর্মহীন ৭০ জন প্রবাসী বাংলাদেশি নাগরিককে মালদ্বীপ থেকে দেশে ফিরিয়ে আনা হয়। তারা মালদ্বীপে বৈধভাবে বসবাস করে আসছিলেন। প্রবাসী বাংলাদেশিদের অনুরোধে ও মালদ্বীপ সরকারের আন্তরিকতায় তাদেরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
মালদ্বীপে করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে শুভেচ্ছা সামগ্রী ও মালদ্বীপে কর্মরত ১১ জন বাংলাদেশি ডাক্তারদের জরুরিভিত্তিতে কর্মস্থলে পাঠানোর লক্ষ্যে শনিবার (১৬ মে) মালদ্বীপের উদ্দেশে বিমান বাহিনীর সি-১৩০বি পরিবহন বিমানটি ঢাকা ত্যাগ করেছিল।