নরসিংদী রেলস্টেশনে আধুনিক পোষাক পরিধানের অজুহাতে তরুণী হেনস্থার ঘটনায় গ্রেফতারকৃত মার্জিয়া শিলার মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিলার গ্রেফতার ও রিমান্ডের নিন্দা জানিয়ে অবিলম্বে তাকে মুক্তির দাবি জানানো হয়।
শুক্রবার (৩ জুন) দুপুরে ‘নরসিংদীর সর্বস্তরের জনগণ’ ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, নরসিংদী রেলস্টেশনের প্রধান ফটকের সামনে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন মসজিদের মুসল্লিরা অংশ নেন। মানববন্ধন থেকে অবিলম্বে গ্রেফতারকৃত শিলার মুক্তির দাবির পাশাপাশি নারীদের পোষাক পরিধানে আরও সংযত হওয়ার আহ্বান জানানো হয়।
Drop your comments: