মার্কিন শ্রম অধিকার নীতিতে বাংলাদেশের শঙ্কিত হওয়ার কারণ রয়েছে বলে মনে করছে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন দূতাবাসের বাণিজ্য শাখার মিনিষ্টার মো. সেলিম রেজা। গত ২০ নভেম্বর চিঠিটি পাঠানো হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়, মার্কিন সরকারের নির্দেশনা মোতাবেক যারা শ্রমিক অধিকারের বিরুদ্ধে যাবেন, শ্রমিকদের হুমকি দেবেন কিংবা ভয় দেখাবেন, তাদের ওপর প্রয়োজনে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
চিঠিতে আরও বলা হয়, মার্কিন এই নির্দেশনা বৈশ্বিক। কিন্তু তারপরও বাংলাদেশ এই নীতির লক্ষ্যবস্তু হতে পারে। রাজনৈতিক প্রেক্ষাপটের বিবেচনায় শঙ্কিত হওয়ার কারণ রয়েছে।
Drop your comments: