বাংলাদেশস্থ আমেরিকা রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের এমপি। সোমবার (১৪ আগস্ট) বিকাল ৩টায় এ বৈঠক শুরু হয়েছে।
সূত্র জানায়, সোমবার বিকালে জাতীয় পার্টি চেয়ারম্যানের বিশেষ দূত ও উপদেষ্টা জনাব মাসরুর মওলার গুলশানস্হ বাসভবনে একটি বৈঠকে মিলিত হয়েছেন তারা।
উল্লেখ্য, বৈঠকে আমেরিকা দূতাবাসের একজন নারী প্রতিনিধিও উপস্থিত রয়েছেন।
এর আগে গতকাল মার্কিন দুই কংগ্রেসম্যানের সঙ্গে বৈঠক করতে বিএনপি ও আওয়ামী লীগের প্রতিনিধিদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে গিয়েছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি মিসেস শেরিফা কাদের ও জাতীয় পার্টি সমর্থিত নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল।
Drop your comments: