ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল।
বুধবার (২৬ জুলাই) সকালে গুলশানে আমেরিকান ক্লাবে গিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তার সঙ্গে ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
তবে সাক্ষাতে কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি দলটি। সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ১০টা পর্যন্ত বিএনপির দুই নেতা আমেরিকান ক্লাবে অবস্থান করেন।
Drop your comments: