মার্কিন যুক্তরাষ্ট্রে এখন থেকে ঘরে বসেই করা যাবে করোনার পরীক্ষা। মাত্র ৩০ মিনিটের মধ্যেই করোনা পরীক্ষার ফলাফল জানা যাবে। এর জন্য প্রথমবারের মতো বাড়িতে ব্যবহারের জন্য করোনা পরীক্ষা কিটের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ সংস্থা (এফডিএ)। লুসিরা হেলথের নির্মিত এই টেস্টিং কিট ঘরে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে বলে গত ১৭ নভেম্বর জানিয়েছে এফডিএ।
একটি কিট দিয়ে সর্বনিম্ন ১৪ বছর বয়সী একজন সন্দেহভাজন কোভিড রোগী নাসিক্যের নমুনা নিয়ে পরীক্ষা করতে পারবেন। এফডিএ কমিশনার স্টিফেন হান বলেন, এতদিন পর্যন্ত আমরা বাসা থেকে নমুনা পরীক্ষা করার অনুমোদন দিয়েছিলাম। এ প্রথমবারের মতো আমরা স্ব-পরীক্ষার অনুমোদন দিচ্ছি, যার ফলে বাসায় বসেই করোনা পরীক্ষার ফল পাওয়া যাবে।
Drop your comments: