
মারা গেছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জন টার্নার। তিনি ছিলেন দেশটির ১৭তম প্রধানমন্ত্রী।
স্থানীয় সময় শুক্রবার জন টার্নার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন তার সাবেক উপদেষ্টা ও পারিবারিক বন্ধু মার্ক কিয়েলি। শনিবার তিনি বলেন, টরেন্টোতে নিজ বাসভবনে ঘুমন্ত অবস্থায় শুক্রবার রাতে মৃত্যু হয় জন টার্নারের।
জন টার্নার ছিলেন দেশটির লিবারেল পার্টির রাজনীতিবিদ ও অর্থমন্ত্রী। ১৯৮৮ সালে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তবে নানা জটিলতায় ব্যর্থ হলে ক্ষমতা গ্রহণের মাত্র ৭৯ দিন পর পদত্যাগ করতে হয় তাকে।
আইন পেশা চর্চা চলাকালীন রাজনীতিতে জড়িয়ে পড়েন টার্নার। ১৯৬৮ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়ের ট্রুডোর মন্ত্রিসভায় বিচার বিষয়ক মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
তথ্যসূত্র: বিবিসি