মানুষের আস্থা অর্জন করেই আওয়ামী লীগ সরকার গঠন করেছে: প্রধানমন্ত্রী

মানুষের আস্থা বিশ্বাস অর্জন করেছে বলেই টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগ সরকার গঠন করতে পেরেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার ১৮ ফেব্রুয়ারি মিউনিখে প্রধানমন্ত্রীর আবাসস্থলে জার্মানি ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে সাক্ষাতকালে এই কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার পর জার্মানিতে যেতে বাঙালিদের কোন ভিসা লাগতে না। আমার কোন ভিসা লাগেনি। এসময় তিনি বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলে ভূমিকা রাখার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী এসময় আরও বলেন, হার জেনেই নির্বাচনে অংশ নেয়নি বিএনপি।

Facebook Comments Box
Share: