ফরিদপুর জেলা প্রতিনিধিঃ গত ২৫ এপ্রিল (রবিবার) সকাল ৯টায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার জয়দেবপুর ১নং গুচ্ছ গ্রামের মো আজিম উদ্দিন (২৫)মানুষিক যন্ত্রণা থেকেই আত্মহত্যা করেছে বলে জানান তার মা সূর্য বেগম (২৫)।
মো আজিম উদ্দিন এর মাতা সূর্য বেগম বলেন,সকাল বেলা আমার ছেলে আমাকে বলে, মা আমার মাথার ভিতর খুব খারাপ লাগছে। আমাকে তাড়াতাড়ি কবিরাজের কাছে নিয়ে চল।আমি ছেলেকে ঘরে আটকে রেখে কবিরাজকে খবর দিতে যাই,সেখান থেকে বাড়িতে এসে দেখি আমার ছেলে আড়ার সাথে পর্দা দিয়ে গলায় পেচিয়ে ঝুলে আছে।আমি চিৎকার করে বটি দিয়ে পর্দাকেটে মাটিতে নামাই।আসে পাসের লোকজন এসে দেখতে পায় ছেলে মারা গিয়াছে। তবে ছেলের মৃত্যুর ব্যাপারে কারোর বিরুদ্ধে কোন অভিযোগ নেই। তাই মানুষিক চাপ সহ্য করতে না পেরে হয়তো বা সে আত্মহত্যা করেছে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমোতি দেওয়া হয়েছে।