জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধি: সমবায় সমিতি গঠনের মাধ্যমে মাদ্রিদে বসবাসরত প্রবাসী দের কল্যানে কাজ করতে চায় নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটি ইন স্পেন। গত ১২ ফেব্রুয়ারি
স্পেনের রাজধানী মাদ্রিদস্থ লাভাপিয়েছের স্থানীয় এক রেষ্টুরেন্টে অনুষ্টিত এক মত বিনিময় সভায় সংগঠনের সভাপতি ব্যবসায়ী আল আমিন মিয়া সভাপতির বক্তব্যে এ উদ্যোগের সার্বিক পরিকল্পনা۔۔ তুলে ধরেন ।
সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন এবং আবুবকর তামিম এর সঞ্চালনায় সমবায় সমিতির বিভিন্ন নিয়মাবলী তুলে ধরে পরামর্শ প্রদান করেন বাংলাদেশ এসোসিয়েশন স্পেনের সাবেক সভাপতি এনায়েতুল করিম তারেক এবং ঢাকা জেলা এসোসিয়েশনের সাধারন সম্পাদক মাসুদুর রহমান,এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক কামরুজ্জামান সুন্দর, গ্রেটার ঢাকার সাধারণ সম্পাদক মিল্টন ভুঁইয়া কচি, আব্দুল কাইয়ুম মাসুক, হেমায়েত খান, এস এম নাসিম, আবুল হুসেন, ইয়াসিন শিকদার সহ সংগঠন ও কমিউনিটির নেতৃবৃন্দ।
সমিতির গঠনতন্ত্র ও পরিচালনা পর্শদের সিদ্বান্ত মোতাবেক মাদ্রিদে বসবাসরত আগ্রহী প্রবাসী বাংলাদেশী এক হাজার ইউরো সদস্য ফি এবং একশত ইউরো মাসিক ফি হিসেবে জমা করে এই সংগঠনের সদস্য হতে পারবেন। ব্যবসা প্রতিষ্টান নির্মান প্রোপার্টি ক্রয় সহ আর্থিক উন্নয়নই এ সংগঠনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন উদ্যোগতারা।