স্পেনের মাদ্রিদে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শুক্রবার এই ঘোষণা দেয় দেশটির সরকার।
কড়াকড়ি বাস্তবায়নে মাদ্রিদ এবং এর আশপাশের এলাকাগুলোতে নিরাপত্তা বাহিনীর ৭ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। স্থানীয় সরকারের সিদ্ধান্তে মাদ্রিদসহ আশপাশের ৯টি শহরে জনসমাগম বন্ধ ঘোষণা করা হয়।
গত সপ্তাহে জারি করা আংশিক লকডাউন বৃহস্পতিবার বাতিলের নির্দেশ দেন স্থানীয় একটি আদালত। তারপরই নতুন সিদ্ধান্ত জানায় কেন্দ্রীয় সরকার। কড়াকড়ির ফলে বিনা প্রয়োজনে মাদ্রিদে প্রবেশ এবং বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে। তবে কর্মক্ষেত্রে যাওয়ায়, বাণিজ্যিক কর্মকাণ্ড এবং শিক্ষাপ্রতিষ্ঠান এ নিষেধাজ্ঞা মুক্ত থাকবে।
Drop your comments: