May 17, 2024, 8:05 am
সর্বশেষ:

মাদ্রিদে গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Last update: Friday, April 14, 2023

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধি: স্পেনের রাজধানী মাদ্রিদে সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত মাদ্রিদ কমিউনিটির সর্ববৃহৎ সংগঠন গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেনের আয়োজনে  দোয়া ও ইফতার মাহফিল মঙ্গলবার (১১ এপ্রিল) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় আমেজের এ ইফতার মাহফিলকে কেন্দ্র করে মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার বায়তুল মোকাররম মসজিদে প্রবাসী বৃহত্তর সিলেটবাসীসহ বাংলাদেশি, আফ্রিকান, মোরক্কো,সহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম প্রবাসী বিপুল সংখ্যক রোজাদার মুসল্লী উপস্থিত ছিলেন। দল-মত নির্বিশেষে বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন এ ইফতার উৎসবে। গ্রেটার সিলেটের উদ্যোগে বায়তুল মোকাররম মসজিদ ছাড়া আরো বেশ কয়েকটি মসজিদে ইফতার দেওয়া হয়, শাহজালাল লতিফিয়া মসজিদ, আল হুদা মসজিদ, পাকিস্তানি মসজিদ, সানক্রিস্টবাল মসজিদ এবং উছেরা মসজিদে সহস্রাধিক রোজাদার মুসল্লীদের ইফতার করানো হয়।

আয়োজক গ্রেটার সিলেটের সভাপতি আব্দুল মুজাক্কিরের সার্বিক তত্ত্বাবধানে বায়তুল মোকাররম মসজিদে ইফতারে অংশ নেন বায়তুল মোকাররম মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, আঞ্জুমানে আল ইসলাহ স্পেনের সভাপতি মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, এসোসিয়েশন ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহি, গ্রেটার সিলেটের উপদেষ্টা আব্দুল কাইয়ুম মাসুক, এইচ এম দবির তালুকদার, বকুল খান, আব্বাস উদ্দিন।

কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা এসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমান, সাইফুল মুন্সি ইকবাল, জাহিদুর রহমান দিদার, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের কোষাধ্যক্ষ শাওন আহমদ, সহ কোষাধ্যক্ষ পিয়াস পাটোয়ারী, সোহেল রানা প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেনের সিনিয়র সহ সভাপতি আমিনুর রশিদ রাজু, সিনিয়র সদস্য সাঈদ মিয়া ,সহ সভাপতি এম এ আজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আসাদ আলী, শেখ হাফিজ, হোসাইন ইকবাল, হামিদুর রাহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। ইফতারে আগতো কমিউনিটি নেতৃবৃন্দ গ্রেটার সিলেটের কমিটি কর্তৃক সুন্দর এই ইফতার মাহফিল আয়োজন করায় কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। সংগঠনের দায়িত্বশীলরা বলেন আগামীতে নিজ এলাকার প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের ঐক্য আরও দৃঢ় করার পাশাপাশি বিভিন্ন ধরনের উন্নয়ন ও সেবামূলক কর্মসূচি গ্রহণ করে কমিউনিটিতে আরও বেশি অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং ইফতারে আগত কমিউনিটি নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। শেষে বিশ্বের সকল নির্যাতিত মুসলমানদের মুক্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে সমবেত রোজাদার মুসল্লীগণ ইফতারে অংশ নেন।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC