আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় ” মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা “বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুন) সকাল ১০টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হকের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মহিন উদ্দীন, থানা অফিসার ইনচার্জ ওয়াহিদুজ্জামান, পৌর সভার মেয়র সাইফুর রহমান সাইফার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ তালুকদার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিম সোজা আলফাডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি সেকেন্দার আলম, সাধারণ সম্পাদক আলমগীর কবিরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদকাসক্তি একটি বহুমাত্রিক জটিল সমস্যা। এ ব্যাধি দূর করতে দরকার সমন্বিত কর্মপ্রয়াস। সরকারের একার পক্ষে এর নিরসন সম্ভব নয়। মাদকাসক্তি প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মাদকদ্রব্য ও মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা।
সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রফিকুল বলেন, বর্তমানে আমাদের সমাজে মাদক একটি ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। তাই তা নির্মুলে শুধু আইনশৃঙ্খলা বাহীনিই নয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজসহ সর্বস্থরের মানুষের ভূমিকা পালন করতে হবে। আমাদের ছেলে মেয়েদের মাদকের কুফল সম্পর্কে অবগত করতে হবে। মাদক বেচা কেনার সাথে জড়িত ব্যাক্তিদের আইনশৃঙ্খলার বাহীনির হাতে তুলে দিতে হবে।