সোলায়মান হাসান, নারায়ণগঞ্জ: মাদক উদ্ধারে বিশেষ অবদান রাখায় কাজের স্বীকৃতি স্বরূপ ঢাকা রেঞ্জের সেরা ওসির পুরস্কার পেলেন সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আহসান উল্লাহ।
আজ সোমবার দুপুরে বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের মাসিক সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) এর নিকট থেকে শ্রেষ্ঠ ওসি তদন্ত অফিসারের পদক ও সার্টিফিকেট গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) সাইদুর রহমান, অতিরিক্ত ডিআইজি (অপরাধ) মাশরুকুর রহমান খালেদ,অতিরিক্ত ডিআইজি অবস এন্ড ইন্টেলিজেন্স টুটুল চক্রবর্তী (বিপিএম) পুলিশ সুপার আক্তার হোসেন।
সোনারগাঁও থানার ওসি তদন্ত আহসানউল্লাহ বলেন, এ পুরুস্কার আমার না। এ পুরুস্কার জেলা পুলিশ সুপার ও ওসি সোনারগাঁয়ের। এদের নেতৃত্বে সোনারগাঁ থানা বাসির সেবা দিতে পাড়ায় আমি কৃতজ্ঞ। আমি নারায়ণগঞ্জ তথা সোনারগাঁয়ের সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে আগামীতে যেন আরো ভালো কাজ করতে পারি এই প্রত্যাশা করি। ওসি (তদন্ত) আহসান উল্লাহ মুন্সিগঞ্জের গজারিয়ার কৃতি সন্তান।