ঠাকুরগাঁওয়ে মাছ চুরির অপবাদে এক তৃতীয় শ্রেণী স্কুলছাত্রকে গাছের সাথে রশি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগে রমজান আলী বাসু নামে একব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
ঠাকুরগাঁওয়ে শিশু জুয়েল রানা (৯) কে গাছে রশি দিয়ে বেঁধে নির্যাতন
গত শুক্রবার (৯ জুলাই) বেলা ১১ টায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মল্লিকপুর তামলাই দিঘি এলাকায় ঘটনাটি ঘটে।
শিশু জুয়েল রানা (৯) ওই উপজেলার দৌলতপুর ইউনিয়নের মল্লিকপুর সরকার পাড়া গ্রামের মনির উদ্দিনের ছেলে। এবং পূর্ব মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাছ চুরির অপবাদে শিশু জুয়েলকে একটি গাছের সাথে রশি দিয়ে বেঁধে অমানবিক নির্যাতন চালান একই গ্রামের রমজান আলী বাসু। নির্যাতনের এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
এবিষয়ে পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, অভিযুক্ত রমজান আলী বাসুকে আজ (মঙ্গলবার) ভোরে গ্রেফতার করা হয়েছে।