এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ বাজারে সামুদ্রিক মাছে ক্ষতিকর রং দেওয়ার অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২১ আগস্ট) দুপুরে মোরেলগঞ্জ মাছ বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি) মোঃ আঃ মালেক এ দণ্ডাদেশ প্রদান করেন।
এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মেরিন ফিসারিজ কর্মকর্তা আবদুল্লাহ আল মোদাচ্ছের।দণ্ডপ্রাপ্ত মাছ বিক্রেতা হলেন মোঃ মজনু মাতুব্বর (৫৫)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আঃ মালেক বলেন, ‘ক্ষতিকর রাসায়নিক রং মিশিয়ে মাছ রঙিন করে বিক্রি করা হচ্ছে গোপনে এমন সংবাদে মোরেলগঞ্জ পৌর সদরের মাছবাজারে অভিযান চালানো হয়। সে সময় মজনু মাতুব্বর নামে এক ব্যবসায়ীকে সামুদ্রিক মাছ কিনে ক্ষতিকর রাসায়নিক রং মেশাতে দেখা যায়। যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। ভোক্তা অধিকার আইনে তাকে ৫ হাজার টাকা জরিমানা এবং ২০ কেজি মাছ জব্দ করা হয়েছে। ‘ ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।