আবু তালহা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী মফিজ মোড় এলাকায় মহাসড়ক পারা পারের সময় এম্বুলেন্সের ধাক্কায় কোবাদ আলী (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে কোবাদ আলী মহাসড়ক পারাপার হচ্ছিল এমন সময় একটি এম্বুলেন্স তাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়েগেলে তিনি মারা যান।
নিহত মোঃ কোবাদ আলী উপজেলার তেঘরি গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে।
এবিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মহাসড় পারাপারের সময় এম্বুলেন্স কোবাদ আলীকে ধাক্কাদিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়েগেলে কর্তব্যরত ডা. তাকে মৃত ঘোষণা করে।