ইসলামী আন্দোলন বাংলাদেশ আহুত নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও মদের লাইসেন্স সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিলের দাবীতে আগামী ১ এপ্রিল জাতীয় মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে ৩১ মার্চ বৃহস্পতিবার বেলা ১২ টায় বিশাল স্বাগত মিছিল করে সংগঠনটির মোহাম্মদপুর থানাধীন ৩৩ নং ওয়ার্ড শাখা।
স্বাগত মিছিলে ও মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩৩ নং ওয়ার্ড সভাপতি আলহাজ্ব হারুন অর রশীদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহাম্মদপুর থানা সভাপতি আলহাজ্ব দেওয়ান মোঃ মিজানুর রহমান।
মিছিলটি আল্লাহ করীম জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে টাউনহল কাঁচা বাজার হয়ে তাজমহল রোড হয়ে চান মিয়া হাউজিং সহ বিভিন্ন উল্লেখযোগ্য সড়ক প্রদক্ষিণ করে বেরীবাধ বাইতুল আমান (ভাঙ্গা মসজিদ) জামে মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়ার মধ্যদিয়ে শেষ হয়।
জাতীয় মহাসমাবেশ সফলের স্বাগত মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।