May 17, 2024, 1:11 pm

মহান বিজয় দিবস উপলক্ষে গ্ৰামীন ঐতিহ্য ঘোড়া দৌড়

  • Last update: Saturday, December 31, 2022

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এম সাইফুর রহমান স্টেডিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শহরে এধরনের আয়োজন উপভোগ করতে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে উৎসবে পরিনত হয় স্টেডিয়াম মাঠ। প্রতিযোগীতায় অংশগ্রহনকারী ঘোড়াকে বিভিন্ন নামে ডাকা হয়।

এর মধ্যে হলো,জয়বাংলা, দুই ভাইয়ের মায়া, লালু পাগলা, রঞ্জিত বাচ্চা, ভাগের বাচ্চা,গরিবের বন্ধু,বাংলা ভাই, আমার স্বপ্ন,মায়ের আদেশ, সোনার ময়না, মকুট রাজা,দোয়েল পাখি,কালারাজা,দিলদেওয়ানা,সোনারতরী,ময়না,রুপসী বাংলা,পাখি বাদশা,শুভরাজ,মামু ভাগনা ইত্যাদি।
দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীতায় মোট ৪৬টি ঘোড়া অংশ গ্রহন করে ।

ঘোড়া প্রতিযোগীতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উক্ত অনুষ্টানের প্রধান অতিথি মৌলভীবাজার ৩-আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি।

আরো জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন প্রমুখ।

বিজয় দিবসের মহান দিনটিকে উৎসবমূখর করতে প্রতি বছরের মত এবারও এ ঘোড়াদৌড় প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC