![InShot_20220610_134724298](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/06/InShot_20220610_134724298-scaled.jpg)
মহানবী হয়রত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতার মন্তব্যের প্রতিবাদে রাজধানীর রায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে জুমার নামাজের পর একটি বিক্ষোভ মিছিল বের হয়।
বিক্ষোভকারীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্লোগান দেন। মিছিলটি বর্তমানে বিজয় নগর দিক থেকে বায়তুল মোকাররমের দিকে যাউ।
মিছিলে কয়েক হাজার মানুষ অংশ নেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।
Drop your comments: