শাহ সুমন বানিয়াচং প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে সর্বস্তরের উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও পাড়া-মহল্লা থেকে আলেম-উলামা, মুসল্লি ও বিভিন্ন শ্রেণিপেশার ধর্মপ্রাণ হাজার-হাজার মানুষ খন্ড খন্ড মিছিলসহকারে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন। মিছিলটি বড় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে এক পথসভা অনুষ্ঠিত হয়।
১০ জুন শুক্রবার বিকাল ৩ টায় আল্লামা আব্দুল বাছিত আজাদ এর সভাপতিত্বে মাওলানা মসিউর রহমানের পরিচালনায় স্থানীয় শহীদ মিনারে বক্তব্য রাখছেন, মাওলানা কাজী আতাউর রহমান, মাওলানা ক্বারী ক্বমর উদ্দিন, মাওলানা গোলাম কাদির, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা সাদিকুর রহমান খান, মুফতি আহমাদ আলী, মাওলানা মুবাশ্বির আহমেদ, শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহমান, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা গোলাম কাদির, মাওলানা শেখ বশির আহমদ, মাওলানা শায়খ শফিকুর রহমান, মাওলানা সুফি আহমদ, মাওলানা জিয়াউল হক্ব, মাওলানা ইমরান আহমদ উসমানী, জয়নাল আবেদীন প্রমুখ।
সমাবেশে বক্তাগণ বলেন, মহানবী হযরত মুহাম্মাদ (সা.) সম্পর্কে ভারতের বিজেপির নেতা নুপুর শর্মা এবং নবীন কুমার জিন্দালের কটুক্তির তীব্র নিন্দা জ্ঞাপন ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়াও বাংলাদেশ সরকারের পক্ষথেকে অবিলম্বে ভারতের রাষ্ট্রদুতকে তলব করে নিন্দা প্রস্তাব আনার দাবী জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনসহ ভারতীয় পণ্য বয়কট করা।
বক্তাগণ আরও বলেন, ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা রাষ্ট্রীয় মদদে ২শ‘কোটি মুসলমানের অনুভূতিতে কুঠারাঘাত করেছে। ভারতের দুই নেতাকে উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসী আখ্যায়িত করা হয়। পাশাপাশি বাংলাদেশে ভারতের যত পণ্য আছে সেগুলো বর্জন করার আহবান জানান। অবিলম্বে এ দেশ থেকে ভারতের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। বিজেপির দুই নেতাকে বিশ্বের মুসলমানের কাছে ক্ষমা চাইতে হবে, অন্যথায় ভারতের বিরুদ্ধে সম্মিলিতভাবে বিশ্বের মুসলমানরা আন্দোলন চালিয়ে যাবে।
বিক্ষোভ মিছিল শেষে বিশ্বব্যাপী শান্তির জন্য মোনাজাতের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হয়।