মো. রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: মহানবী হজরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে যশোরের গদখালীতে বিশাল প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে করেছে নবী প্রেমী তৌহিদী জনতা।
রোববার বিকালে দলমত নির্বিশেষে কটুক্তিকারি বিজেপির বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মা সহ বিজেপির বরখাস্তকৃত মুখপাত্র নুপুর শর্মা এবং দলটির দিল্লির গণমাধ্যম শাখার বহিষ্কার হওয়া প্রধান নবীন কুমার জিন্দালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসলমান।
নবীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের পর মুসলিম বিশ্বে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রচণ্ড সমালোচনার ঝড় বইছে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন জেলা উপজেলার ন্যায় আছর বাদ গদখালীতে একত্রিত হয়ে প্রতিবাদ কর্মসূচীতে ঝাঁপিয়ে পড়েন।
বক্তারা বলেন, তাদের ঘৃণামূলক বক্তব্য, উসকানি দেয়া, সমাজের শান্তি-সম্প্রীতি বিঘ্নিত করে এমন বক্তব্য ইসলামকে কঠোর অবমাননাকর। এটা মুসলিম জাতি কখনো মেনে নেবে না। দ্রুত আইনানুগ ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।