সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহাঅষ্টমী আজ শনিবার (২৪ অক্টোবর)। রাঙামাটি শহরের বিভিন্ন পূজামণ্ডপে দেবী আরাধনা এবং অঞ্জলির মধ্য দিয়ে শেষ হয়েছে মহা অষ্টমীর পূজা অর্চনা। অন্যান্যবারের মতো উৎসবে ভাটা দেখা গেলেও বৃষ্টি উপেক্ষা করে এবং স্বাস্থ্যবিধি মেনে অঞ্জলি দিতে মণ্ডপে এসেছেন কেউ কেউ।
অষ্টমীর পূজা শেষে শনিবার দুপুরে শহরের সব পূজামণ্ডপে একযোগে করোনা থেকে মুক্তি পেতে প্রার্থনা করা হয়। এছাড়াও সমগ্র মানবজাতির শান্তির জন্য প্রার্থনা করেন ভক্তরা।
রাঙামাটি জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন মহাজন বলেন, ‘সরকারে নির্দেশনা অনুাযায়ী প্রতিটি পূজামণ্ডপে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছি না এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা রয়েছে।’ তিনি আরও জানান, এবার করোনার কারণে বিজয় দশমীর র্যালি অনুষ্ঠিত হবে না। নিজ নিজ পূজামণ্ডপের কাছেই দেবী বিসর্জন দেওয়া হবে।
রাঙামাটি জেলায় মোট ৪০টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ২২ অক্টোবর ষষ্ঠীর দিনে শুরু হওয়া এই ধর্মীয় আয়োজন শেষ হবে ২৬ অক্টোবর সোমবার দশমীর দিনে।