সৌদি আরবের মদিনায় পবিত্র মসজিদে নববীতে পাকিস্তানি নারী ও তাঁর সহযোগীদের হেনস্তার দায়ে পাঁচ পাকিস্তানিকে আটক করেছে পুলিশ। সৌদি গেজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সৌদি আরব সফররত পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৃহস্পতিবার মদিনায় যান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শাহবাজ শরিফ মসজিদে নববী পরিদর্শনকালে লোকজন তাঁর বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এবং পার্লামেন্ট সদস্য শাহজাইন বুগতিসহ অন্যান্যদেরও দেখা যায়। নিরাপত্তারক্ষীরা প্রধানমন্ত্রী শাহবাজসহ অন্যান্যদের ঘিরে রেখেছিলেন।
মদিনা শহরের পুলিশের মুখপাত্র জানিয়েছেন, আটক ব্যক্তিরা মসজিদে নববীর আচরণবহির্ভূত কাজ করেছেন। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
Drop your comments: