মরক্কোর মারাকেশ শহরে ভয়াবহ ভূমিকম্পে আশ্রয়হীনদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার মালিকানাধীন চার তারকা হোটেল ‘পেস্তানা সিআর সেভেন’ আশ্রয়প্রার্থীদের আবাস হিসেবে ব্যবহারের ব্যবস্থা করে দিয়েছেন সিআরসেভেন। ৭ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজারের বেশি মানুষ। খবর মারসার।
মূলত মারাকেশ শহরের উপকণ্ঠে পর্তুগিজ মহাতারকার হোটেল রয়েছে। বিলাসবহুল এই হোটেলে সুইমিং পুল, রেস্তোরাঁ, জিমের মতো সব সুবিধাই রয়েছে। সেই পেস্তানা সিআর সেভেন নামক হোটেলেই এখন শরণার্থীদের আশ্রয়ের ঠিকানা। যেখানে সব মিলিয়ে কক্ষের সংখ্যা ১৭৪টি।
ফুটবলের মহাতারকা হওয়ার পাশাপাশি মরক্কোর ভূমিকম্পে আশ্রয়হীন মানুষদের জন্য সাহায্যর হাত বাড়িয়ে মানবিকতার নির্দশনও রাখলেন রোনাল্দো। শুধু রোনালদোই নন, মরক্কো জাতীয় দলের তারকা ফুটবলাররাও দেশের ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন। ভয়াবহ এই ভূমিকম্পের কারণে স্থগিত করা হয়েছে মরক্কো–লাইবেরিয়ার আফ্রিকান কাপ অব নেশনসের বাছাইপর্বের ম্যাচ।