মোঃ শাহিদুজ্জামান সবুজ, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো একজন।
শুক্রবার রাত ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা এলাকার পুলিশ লাইনের সামনে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন উপজেলার মামারিশপুর এলাকার হুমায়ুনের ছেলে দিলিপ (২৮) ও সমির উদ্দীনের ছেলে মানিক (৩০)। এ দূর্ঘটনায় আহত ব্যাক্তি একই এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে এমরান (২৭)।
ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, ভরাডোবা পুলিশ লাইনের সামনে একটি বাস ইউটার্ন নেওয়ার সময় ময়মনসিংহ গামী মোটরসাইকেলটি বাসের পিছনে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা ৩ আরোহী ছিটকে পরে যায়।
পরে, স্থানীয়রা তাদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক দিলিপ ও মানিক কে মৃত ঘোষনা করেন এবং আহত এমরানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।