May 17, 2024, 4:28 pm
সর্বশেষ:

মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার ১৮ দিনের মাথায় বিদায়

  • Last update: Tuesday, January 3, 2023

পরবর্তীতে হয়তো অন্য কোনো ভালো জায়গায়ও আমাকে দেখতে পারেন; সাংবাদিকদের সঙ্গে আলাপে এমন মন্তব্য করেছেন বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। বললেন, সরকারি চাকরির মেয়াদ শেষ হয়েছে, এটা (অবসরে যাওয়া) রুটিনমাফিক পদ্ধতি। এক্সটেনশন হওয়াটা একটা প্রিভিলাইজের বিষয়। এখন যেটা হয়েছে এটাই স্বাভাবিক ছিল। প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা বুঝেশুনে নিয়েছেন। সেই সিদ্ধান্তের প্রতি আমার সম্মান আছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) নিজের শেষ কর্মদিবসে সচিবালয়ে প্রবেশের সময় এসব কথা বলেন তিনি। গত ১১ ডিসেম্বর ২৩তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কবির বিন আনোয়ারকে নিয়োগ দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। মাত্র ১৮ দিন দায়িত্ব পালনের পর বিদায় নিতে চলেছেন তিনি।

মঙ্গলবার (৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। দেশের ২৪তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব নেবেন তিনি।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC