২০২১ সালে মধ্যপ্রাচ্যে উড়োজাহাজ ভ্রমণের চাহিদা ২০১৯ সালের তুলনায় ৬৭ শতাংশ কমে যাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। করোনা মহামারীতে বেশির ভাগ আন্তর্জাতিক ভ্রমণ বন্ধ থাকায় উড়োজাহাজ পরিবহন খাতে এমন সংকোচন হবে। সম্প্রতি ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) জানায়, বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় ২০১৯ সালের পর মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার উড়োজাহাজ খাত বেশি ক্ষতির মুখে পড়েছে।
এক বিবৃতিতে আইএটিএ জানায়, ২০১৯ সালে মধ্যপ্রাচ্যের উড়োজাহাজ পরিবহন খাতের ধারণক্ষমতা ৫৯ শতাংশ কমে যায়। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ ৭৯০ কোটি থেকে ৪২০ কোটি ডলারে নেমে আসে।
অভ্যন্তরীণ বাজারে টিকাদান কার্যক্রমের জন্য মধ্যপ্রাচের ক্যারিয়ারগুলো কিছু মুনাফা অর্জন করতে পারবে। তবে গালফ হাব কানেকশনের মাধ্যমে অর্থনীতিতে বিকাশমান যেসব দেশের সঙ্গে উড়োজাহাজ চলাচল রয়েছে, সেসব ক্ষেত্রে নিষেধাজ্ঞা ক্ষতিকর প্রভাব ফেলবে।