করোনাকালীন দুর্যোগ কাটিয়ে সৌদি আরব, ওমান এবং বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের পাঁচদেশে বাংলাদেশের জনশক্তি রপ্তানির বাজার উন্মুক্ত করার সিদ্ধান্তে আশার পাশাপাশি নানা জটিলতায় বাড়ছে সংশয়ও।
দেশগুলোর যেমন শর্তের কোনও কমতি নেই, তেমনি বিমান সংস্থাগুলোর নেই পর্যাপ্ত ফ্লাইট।
বাংলাদেশের শ্রম বাজারের ৮০ শতাংশই মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল। এর মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, কুয়েত এবং কাতারে রয়েছে অধিকাংশ বাংলাদেশি শ্রমিক।
করোনা সংকট শুরু হওয়ার সাথে সাথেই দেশগুলো শ্রমিক নেয়া বন্ধ করে দিলে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে বাংলাদেশ। তবে সে সংকট ধীরে ধীরে কাটতে শুরু করেছে। এর মাঝে সীমিত আকারে শ্রমিক নেয়ার সিদ্ধান্ত নিয়েছে কয়েকটি দেশ। এক্ষেত্রে বর্তমানে শ্রম রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিমান সংস্থাগুলোর ফ্লাইট সংকট।
হাতেগোনা কয়েকটি বিমান সংস্থা বর্তমানে মধ্যপ্রাচ্যে যাত্রী বহন করছে। কিন্তু সেখানেও রয়ে গেছে নানা সমস্যা। শ্রমিকরা চাহিদা অনুযায়ী বিমানের টিকেট পাচ্ছে না।