মধ্যপ্রাচ্যে মোতায়েন বিপুল সংখ্যক মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা ও বেশ কয়েকটি আকাশপ্রতিরক্ষা ইউনিট সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র।
ইরানের সঙ্গে উত্তেজনা প্রশমনে বাইডেন প্রশাসনের সাম্প্রতিক প্রচেষ্টার মধ্যেই এই পদক্ষেপ নিল পেন্টাগন।
শুক্রবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নামপ্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইরাক, কুয়েত, জর্ডান ও সৌদি আরব থেকে আটটি প্যাট্রিয়ট অ্যান্টিমিসাইল ব্যাটারি সরিয়ে নিচ্ছে পেন্টাগন।
এছাড়া ট্রাম্পের আমলে সৌদিতে পাঠানো টার্মিনাল হাই অ্যাল্টিচিউড এরিয়া ডিফেন্স বা থাড নামে আরেকটি আকাশপ্রতিরক্ষা ব্যবস্থাও ফিরিয়ে নেয়া হচ্ছে।
এর প্রত্যেকটি ব্যাটারি পরিচালনা ও সহযোগিতার জন্য কয়েকশ’ সেনা এবং বেসামরিক লোকজন প্রয়োজন হয়। গত ২ জুন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের ফোনালাপের পর থেকেই এই প্রত্যাহার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।