আজিজুর রহমান দুলাল, ফরিদপুরঃ গত ১৭ই মে রবিবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে ৬০০ মিটার নদীর বাঁশের বাঁধ অপসারণ করেন। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ৫ নং বানা ইউনিয়নের রুদ্র বানা এলাকায় কিছু অসাধু মৎস ব্যবসায়ী মধুমতি নদীতে আড়াআড়ি ভাবে অবৈধ বাঁশের বাঁধ নির্মাণ করে পানির স্রোতকে বাঁধাগ্রস্ত করে দীর্ঘদিন নদীতে মাছ শিকার করে আসছিল।ফলে সেখানে নৌযান চলাচল ব্যাহত হচ্ছিল।
খবর পেয়ে উপজেলা মৎস কর্মকর্তা সুমন লাল দেবনাথ থানা পুলিশ ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় ঘটনা স্থানে গেলে এসময় অভিযানের সংবাদ পেয়ে বাঁধ নির্মাণকারীরা পালিয়ে যায় এবং মধুমতী নদীর আড়াআড়ি বাঁধ উচ্ছেদ করতে সক্ষম হয়।
এ সময় স্থানীয়রা জনগন বলেন গোপালগঞ্জের সিদ্দিক সরকার, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার তেতুলিয়ার বাগান কার্তীক ও সাধন বিশ্বাস দীর্ঘদিন যাবৎ এখানে অবৈধ বাঁশের বাঁধ দিয়ে মাছ শিকার করতেন।
উপজেলা মৎস কর্মকর্তা সুমন লাল দেবনাথ স্থানীয় লোকজন এবং থানাপুলিশে সহযোগীতায় নিয়ে মধুমতী নদীর আড়াআড়ি বাঁধ উচ্ছেদ করতে সক্ষম হন।