মডার্নার কোভিড ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। কোভিড মহামারি মোকাবেলায় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি।
এরই অংশ হিসেবে দেশটি ১ কোটি ৫০ লাখ ডোজ ভ্যাকসিন প্রদান করেছে নাগরিকদের। ভ্যাকসিন কার্যক্রমকে আরো গতিশিল করতে দেশটি এবার মডার্নার ভ্যাকসিনের অনুমোদন দিলো। মার্কিন ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের অনুমোদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে গালফ টুডে।
খবরে বলা হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তার জন্য উদ্বিগ্ন হয়ে উঠেছে আরব আমিরাত কর্তৃপক্ষ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি ড. মোহাম্মদ সালিম আল-ওলামা বলেন, চলমান ভ্যাকসিন কার্যক্রমের জন্য এই অনুমোদন অত্যন্ত জরুরি ছিল।
দেশটির হেলথ রেগুলেটরি সেক্টরের অ্যাসিস্টেন্ট আন্ডারসেক্রেটারি হুসেইন আল আমিরি জানান, মডার্না সব ধরণের আনুষ্ঠানিকতা স¤পন্ন ও নথিপত্র জমা দেয়ার পরেই এর অনুমোদন দিয়েছে আরব আমিরাত।