ভয়াবহ পানি সংকটে আফগানিস্তানের রাজধানী কাবুল। পানির অভাবে দৈনন্দিন কাজ বন্ধের উপক্রম বাসিন্দাদের। সমস্যা সমাধানের আপাতত কোনো উপায় দেখছেন না কাবুলের অধিকাংশ বাসিন্দা।
প্রয়োজনীয় খাবার পানি সংগ্রহে কাবুলবাসী ভিড় জমাচ্ছেন নিকটস্থ মসজিদে। পানির সরবরাহ পেতে সারাদিন রাস্তায় অপেক্ষা করেন স্থানীয়রা। আর শহরের পানি সংকট মোকাবেলায় রীতিমত হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
তবে সরবরাহকারী কোম্পানিগুলোর সাথে দ্রুত আলোচনার আশ্বাস দিয়েছে তারা। কাবুল সিটি কর্পোরেশন জানায়, চলমান খরার জন্য দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে পানি পরিবহন করতে হচ্ছে তাদের। ফলে স্বাভাবিকের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে পানি। দেশটির চলমান পরিস্থিতিতে যা চালিয়ে যাওয়া কষ্টসাধ্য।
ইউএসএআইডি এর এক পরিসংখ্যান অনুযায়ী, আফগানিস্তানে বিশুদ্ধ খাবার পানির যোগান আছে মাত্র ৪২ শতাংশ মানুষের। আর চলমান এ পরিস্থিতি গুরুত্বের সাথে বিবেচনা না করলে ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়বে দেশটি বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি।