করোনার ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেলেও এখনই মহামারি শেষ হওয়ার সম্ভাবনা দেখছেন না বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রস অ্যাডানম গেব্রেয়েসাস।
তিনি জানান, ভ্যাকসিন ব্যবহার শুরু হয়ে গেলেও সামাজিক দূরত্ব, আইসোলেশন ইত্যাদি বিষয়গুলি মনে রাখতে হবে। সোমবার সাংবাদিক বৈঠকে আগামী দিনে করোনা পরিস্থিতি মোকাবিলা নিয়ে দীর্ঘ আলোচনায় এমন মন্তব্য করেছেন গেব্রেয়েসাস।
এসময় সকলকে একসঙ্গে ভ্যাকসিন দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন ডব্লিউএইচও প্রধান।
ডব্লিউএইচও প্রধান জানিয়েছেন, বিভিন্ন দেশে করোনা ভ্যাকসিনের পরীক্ষা চলছে। আগামী বছরের গোড়ায় কিছু ভ্যাকসিন হয়তো বাজারে চলেও আসবে। কিন্তু সেই ভ্যাকসিন নিলেই করোনা সম্পূর্ণভাবে চলে যাবে এমন ভাবার কারণ নেই। ভ্যাকসিন আসার পরেও প্যানডেমিক থেকে যাওয়ার সম্ভাবনা আছে। ফলে করোনাকালে যে নিয়মগুলো মানার কথা বলা হয়েছিল, তা ভ্যাকসিন পরবর্তী সময়েও মেনে চলতে হবে।