সিলেটের কোম্পানিগঞ্জে ট্রাক চাপায় মা-ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেন ইসলামপুর গ্রামের ইংরাজ মিয়ার স্ত্রী হনুফা (৪২) ও তার ছেলে সফিকুল ইসলাম (৫)। ঘটনাস্থলেই তারা মারা যান।
শুক্রবার ভোর সাড়ে পাচঁটায় সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের হবির দোকান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তায় পাথর রাখা ছিল। সিলেট থাকা আসা একটি সিএনজি অটোরিকশা পাথরের উপর দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় উল্টে যায়। তখন অপর দিক থেকে পাথরবাহী একটি ট্রাক তাদেরকে চাপা দেয়।
এ সময় আরও তিনজন গুরুতর আহত হন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে প্রেরণ করা হয়েছে।
Drop your comments: